নববর্ষে জয়বার্তায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ

নুরুন্নাহার শিরীন
Published : 13 April 2011, 09:30 AM
Updated : 13 April 2011, 09:30 AM

চোখ যতদূর যায় দেখে যাই সম্ভাবনার বাংলাদেশ — মেঘনাগোমতিযমুনাতিস্তাকর্ণফুলির বাংলাদেশ।
সে যে শিকড় ছোঁয়ার মুগ্ধ বাংলাদেশ — পিতৃমাতৃভ্রাতৃস্নেহ — বোনের আদর বাংলাদেশ।
যে দেশ কবিগুরুর — যে দেশ বঙ্গবন্ধুর — লক্ষ রাত্রিভোর — লক্ষ দুপুর মধুর —
চোখ যতদূর যায় দেখে যাই সম্ভাবনার বাংলাদেশ — অতুল সবুজ সূর্য রাঙা স্বপ্নভূমি বাংলাদেশ।
সে যে হৃদয়হরণ গহন লালন — জীবনানন্দের যোজন বোধন — কালিদাসের পূর্বমেঘ।
সে আমার মনভুবনান্তগাঁয় ভালোবেসে জড়িয়ে থাকার বাংলাদেশ।
সে আমার চিরকালের ছায়ায় জাগা জন্মভূমি বাংলাদেশ।
চোখ যতদূর যায় দেখে যাই সম্ভাবনার বাংলাদেশ — মেঘনাগোমতিযমুনাতিস্তাকর্ণফুলির বাংলাদেশ।

এ আমার একান্ত কাব্যিক শব্দযোগ ১৪১৭-র শেষ চৈত্রের দুপুরে, আসছে বৈশাখের বাতাসে-বাতাসে যেন সে হৃদিময় ছড়িয়ে ও ছাড়িয়ে যায় চারপাশের অনাকাংক্ষিত অশনিজাল ভেদ করে আকাশ থেকে আকাশে। যেন সে বর্ষ-বর্ষ ব্যাপ্ত আবাহনে জাগিয়ে তোলে আমাদের কাংক্ষিত অমল শুভকে।
৩০ চৈত্র ১৪১৭
———————————————————————————
আপডেটেডঃ ১৩ বৈশাখ ১৪১৯