নতুন ধরনের মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইসসহ চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার নগরীর খুলশী থানার মোজাফফর নগর বাইলেইনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোজাফফর নগর বাইলেইনে একটি ভবনে সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রির জন্য অপেক্ষায় থাকা শফিউল আলম (৩৪) ও ইয়াছিন রানাকে (৫০) গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে ১৪০ গ্রাম আইস পাওয়া গেছে জানিয়ে র্যাব বলেছে, উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।
গ্রেপ্তার দুজনকে খুলশী থানায় হস্তান্তর করেছে র্যাব।
আইস বা ক্রিস্টাল মেথে শতভাগ এমফিটামিন থাকায় এটা বিশ্বজুড়েই ভয়ঙ্কর মাদক হিসেবে চিহ্নিত বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশে গত বছর দুয়েক ধরে আইস ধরা পড়ছে।