ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের সপ্তম আসরের স্ক্রিনিং বিভাগের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে ফ্রান্সের পরিচালক বেরাত গোক্কুসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লস্ট পেন’।
ডিআইএমফএফ সপ্তম আসরের দুইদিনব্যাপী উৎসবের শেষদিন শনিবার রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সমাপনী উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উৎসবের কম্পিটিশন বিভাগের ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ পেয়েছে রিপাবলিক অব কোরিয়ার ‘অন অফ’ নির্মাতা কাং শিংইউ ও ওয়ান মিনিট ফিল্ম ক্যাটাগরিতে ‘ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের নির্মাতা জারিফ তাশদিদের ‘এগোনি’ ।
উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা কাওসার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইএমএফএফ উপদেষ্টা আব্দুল কাবিল খান, স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান রুহেল।