তরুণ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধার তিন মাস পর পরীমনির গায়েহলুদের আয়োজন করা হয়েছে শুক্রবার; কয়েকটি ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এ চিত্রনায়িকা।
১০ জানুয়ারি পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে এনেছিলেন পরীমনি-রাজ।
তখনই তারা বলেছিলেন, নিজেদের চলচ্চিত্রের কাজ গুছিয়ে বিয়ে-পরবর্তী আয়োজন করবেন তারা।
সন্তানসম্ভবা পরীমনি দেড় বছরের মতো চলচ্চিত্রে কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন; এর আগে ‘মা’সহ হাতে থাকা সিনেমার কাজগুলো গুছিয়ে আনছেন।
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার তাদের বিয়ে-পরবর্তী আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।