বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শুক্রবর তারার মেলা বসেছিল এফডিসিতে; দিনভর ভোটে ছিল উৎসবের আমেজ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপও ছিল কিছুটা।
নির্বাচনী বুথ থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের জন্য অপেক্ষায় আছেন ইলিয়াস কাঞ্চন; এবারের নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন তিনি।
জায়েদ খান
নিজের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদের প্রার্থী অরুণা বিশ্বাসের সঙ্গে আলোচনার ফাঁকে সাধারণ সম্পাদক প্রার্থী।
ভোটারের সঙ্গে কুশল বিনিময়ের জন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীর সঙ্গে চিত্রনায়ক ফেরদৌসের লড়াই!
ভোট দিতে এসেছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ।
ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের ফাঁকে নিজেদের মধ্যেও আলাপ সেরে নিচ্ছেন দুই প্যানেলের প্রার্থীরা।