যুক্তরাষ্ট্রে পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন সিটির মেয়র হলেন বাংলাদেশি-আমেরিকান মাহবুবুল আলম তৈয়ব।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে শপথ নেন তিনি, সেখানকার জজ হ্যারি ক্যাপারেডিয়া তাকে শপথ করান।
গত ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তৈয়ব জয়ী হন। চট্টগ্রামের সন্তান ডেমক্র্যাটিক পার্টির এ নেতা আগের দুই পর্বে একই সিটির কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করেছেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়ার স্টেট সিনেটর টিম কিয়ারনি ও স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা কারি।
ফিলাডেলফিয়া মেট্রপলিটন এলাকায় অবস্থিত এ সিটি কাউন্সিলে মোশারফ হোসেন নামে আরেক বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ট্যাক্স কালেক্টর পদটিও জুটেছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে এক বাংলাদেশির। একই নির্বাচনে জয়ী হয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |