ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনে টানা দ্বিতীয়বার মেয়র হতে চলেছেন নৌকার প্রতীকের প্রার্থী রফিক উদ্দিন ভুঁইয়া।
নান্দাইল নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রফিক উদ্দিন ভুঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৭ ভোট।
অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭৪৯ ভোট।
এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।