মুন্সীগঞ্জের পদ্মা নদীতে ধানবোঝাই ট্রলার ডুবে দু্ই কৃষক নিখোঁজ হয়েছেন; যারা ধ।
শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার যাওয়ার পথে মাঝনদীতে লৌহজং টার্নিংয়ের কাছে ট্রলারটি ডুবে যায় বলে লৌহজংয়ের ইউএনও আব্দুল আওয়াল শনিবার জানান।
নিখোঁজরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচরের হেলাল ফকির (৫০) ও আলো ফকির (৬০)।
ইউএনও বলেন, মুন্সীগঞ্জের আঁড়িয়াল বিলে ভাগে ধান কাটতে যান ১৫ কৃষক। তারা তাদের ভাগের প্রায় ১৫০ মণ ধান নিয়ে ভাড়া করা ট্রলারে পদ্মা পার হচ্ছিলেন। ট্রলার ডুবে গেলে ১৩ কৃষককে উদ্ধার করতে পারেন স্থানীয়রা। নিখোঁজ দুই কৃষককে খুঁজতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে জানানো হয়েছে। তাছাড়া স্থানীয়ভাবে নিখোঁজদের সন্ধান চলছে।
বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এটি কেন চলাচল করছিল সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ইউএনও।