কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তাছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকার দণ্ড দিয়েছে একই আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শিউলি রহমান জানান, শনিবার দুপুরে শহরের ডুলিপাড়ায় গাড়িতে পোস্টার সাঁটিয়ে প্রচার চালান নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের কর্মী-সমর্থকরা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় এই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
“জরিমানার পাশাপাশি তাকে আমরা সতর্ক করেছি।”
এর আগে বেলা ১১টার দিকে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকার দণ্ড দেয় একই আদালত।
শিউলি রহমান বলেন, নিজাম উদ্দিন কায়সার ও তার অনুসারীরা দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় ঘোড়া নিয়ে প্রচার শুরু করেন। এতে নির্বাচনী আচরণবিধির ১০ নম্বর ধারা লঙ্ঘন হয়। এ কারণে এই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।