জি এইচ হাবীব
জন্ম ১০ মার্চ ১৯৬৭। পেশা শিক্ষকতা।
তাঁর অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে উমবের্তো একোর গোলাপের নাম, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের নিঃসঙ্গতার একশ বছর, ইয়স্তাইন গোর্ডারের সোফির জগৎ, গেরিলা গার্লস রচিত পাশ্চাত্য শিল্প ইতিহাস (বিষয়ক) প্রবেশিকা, ওয়েন্ডি ফরেস্ট রচিত রোজা লুক্সেমবার্গের জীবন, ব্রিজিত ভাইনির ইংরেজি ভাষার ইতিহাস, আইজাক আসিমভের ফাউন্ডেশন, ইতালো কালভিনোর অদৃশ্য নগর, আর্থার কোনান ডয়েলের দ্য সাইন অভ ফোর, রলাঁ বার্তের রচয়িতার মৃত্যু, ইত্যাদি।