সাভার প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-12-31 00:24:27 BdST
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৭৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মো. আব্দুল মান্নান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৮ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী খান মোহাম্মদ ইস্রাফিল লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৯৮ ভোট এবং জেএসডির প্রার্থী এম এ মান্নান তারা প্রতীকে ১ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।
ভোট গোনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম রাতে বেনজির আহমেদকে বিজয়ী ঘোষণা করেন।
ঢাকা-২০ (ধামরাই) আসনটি ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার তিন লাখ ২০ হাজার ২২৩ জন।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনকে এখানে ধানের শীষের প্রার্থী করা হয়েছিল। উচ্চ আদালতে রায়ে তার প্রার্থিতা আটকে যাওয়ায় তিনি আর ভোটের লড়াইয়ে থাকতে পারেননি।
কোন নির্বাচনে
কোন আসনে কার অবস্থান কী