ENG
২৪ অক্টোবর ২০১৭, ৯ কার্তিক ১৪২৪

রাষ্ট্রপতির সঙ্গে আফগানিস্তানের বিদায়ী দূতের সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-06-19 17:28:39 BdST

bdnews24
ছবি: বঙ্গভবন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুল রহিম ওরাজ।

সোমবার আফগান্তিনের বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাংবাদিকদের তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশে সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

“রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-আফগানিস্তান দুটি ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার।”

রাষ্ট্রপতি আশা করেন আগামীতে আফগানিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে আরও এগিয়ে যাবে।

সাক্ষাতের সময় রাষ্ট্রদূত তার কর্মকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।