ENG
২২ নভেম্বর ২০১৭, ৮ অগ্রহায়ণ ১৪২৪

চিকুনগুনিয়া: ঢাকা দক্ষিণ সিটির কর্মীদের ছুটি বাতিল

  • নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-07-17 20:03:36 BdST

bdnews24

চিকুনগুনিয়া প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

মশাবাহিত রোগ চিকুনগুনিয়াকে ‘নাগরিক দুর্ভোগ’ হিসেবে চিহ্নিত করে ইতোমধ্যে তা প্রতিরোধে কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

মশা দমনে ব্যর্থতার সমালোচনার প্রেক্ষাপটে গত শুক্রবার নগর ভবনে নতুন এক কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এই কর্মসূচির আওতায় দক্ষিণ সিটি করপোরেশনের সব লোকবল ও যন্ত্রপাতি এক করে ধারাবাহিকভাবে সিটির পাঁচটি অঞ্চলে মশা নিধনে অভিযান চালানো হবে।

এর আওতায় রোববার ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে দক্ষিণ সিটির সাতটি ওয়ার্ডে একযোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সাঈদ খোকন।

‘মিশন ধানমন্ডি’ নাম দেওয়া এই কর্মসূচিতে চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ দেওয়ার ঘোষণা দেন তিনি।

করপোরেশনের তিনটি হাসপাতাল এবং ২৮টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ওষুধ পাওয়া যাবে।