আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2019-10-22 00:59:12 BdST
তারা হলেন- বুয়েটের শেরেবাংলা হলের নিরাপত্তাকর্মী মোস্তফা ও ক্যান্টিন বয় জাহিদ হোসেন জনি।
এই শেরেবাংলা হলেই গত ৬ অক্টোবর ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে মৃত্যু ঘটে তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরারের।
ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর কাছে মোস্তফা ও জনি সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বলে আদালত পুলিশ কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম জানিয়েছেন।
আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে এই দুজনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছিলেন।
আবরার হত্যার পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে সাত আসামি ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।