জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2020-11-24 23:39:55 BdST
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানান।
তিনি বলেন, গত ৩০ অক্টোবর থেকে ভর্তি ছিলেন রাশেদুল। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। দুই দিন আগে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
রাশেদুল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি ‘ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন’ বলে তার সহকর্মীরা জানান।
তার গ্রামের বাড়ি দিনাজপুরে। পরিবার নিয়ে মোহাম্মদপুরে থাকতেন।
রাশেদুলের স্ত্রী আরজিনা খাতুনও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি সুস্থ হয়ে গেছেন। আদনান নামে তাদের এক ছেলে রয়েছে।