bdnews24

ফেরি বন্ধ বলা হলেও শিমুলিয়ায় মানুষের ঢল

  • মোস্তাফিজুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2021-05-08 22:16:58 BdST

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় শনিবার থেকে দিনে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বিআইডব্লিউটিসি। তারপরও ঘরমুখো মানুষের ঢল নেমেছিল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। যাত্রীদের চাপে বাধ্য হয়েই কয়েকটি ফেরি চালু করতে হয়।

bdnews24

শনিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় প্রবেশমুখেই সড়ক বন্ধ করে রেখেছিল পুলিশ। ফলে অনেকটা পথ হেঁটে ঘাটের উদ্দেশে মানুষ।

bdnews24

দলে দলে মানুষ এসে জড়ো হতে থাকেন শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাটে।

bdnews24

সময়ের সঙ্গে সঙ্গে ৩ নম্বর ফেরিঘাট পারের অপেক্ষায় থাকা মানুষে কানায় কানায় ভরে যায়।

bdnews24

প্রচণ্ড রোদ থেকে বাঁচতে এ সময়ে অনেকে আশ্রয় নেন ফেরিঘাটে আটকে থাকা ট্রাকের নিচে।

bdnews24

যাত্রীদের অনেকেই অভিযোগ করেন, গভীর রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত আসায় তারা জানতে পারেননি, সেহরি খেয়েই ছুটেছেন শিমুলিয়ার উদ্দেশে। ঘাটে এসে ফেরি বন্ধের খবর পান।

bdnews24

অনেকের মতোই ঢাকার যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর যেতে শিশু নাতনীসহ সকালে ঘাটে এসেছিলেন হাজেরা বেগেম। তিনিও জানতেন না ফেরি বন্ধের খবর।

bdnews24

দুপুর ১২টার দিকে ‘এনায়েতপুরী’ নামের একটি ফেরিকে ৩ নম্বর ঘাটে আসতে দেখে আশপাশে থাকা আরও যাত্রীরা ছুটতে থাকেন ঘাটের উদ্দেশে।

bdnews24

ফেরিটি ঘাটে এসে থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে পড়েন ।

bdnews24

ভিড়ের চাপে অনেকে ঘাটের দড়ি বেয়েও পানিতে ভিজে ওঠেন ফেরিতে।

bdnews24

মুহূর্তের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যায় ‘এনায়েতপুরী’ নামের বিশাল আকৃতির রো রো ফেরিটি।

bdnews24

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে ফেরিতে উঠে পড়েন শত শত মানুষ।

bdnews24

বাধ্য হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে কোনো গাড়ি ছাড়াই শুধু যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায় ফেরিটি।