জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2021-11-25 16:44:45 BdST
বৃহস্পতিবারের দুর্ঘটনার জন্য দায়ী ময়লার গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বলে পুলিশ জানিয়েছে।
আগের দিন গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছিলেন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে উত্তর সিটি করর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আহসান কবীর খান নামে এক ব্যক্তি।
কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) আবু জাফর মো. মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বসুন্ধরা মার্কেটের সামনের রাস্তায় একটি ময়লার ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।”
আহসান কবীর খান।
আহসান ঝালকাঠির সদর উপজেলার শিরজু গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। মগবাজারে পরিবার নিয়ে থাকতেন তিনি। স্ত্রীর নাম নাদিরা পারভিন রেখা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান বলেন, “আহসান সর্বশেষ প্রেসের ব্যবসায় যুক্ত ছিলেন।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলাবাগান থানার এসআই গোলাম রাব্বানী দুর্ঘটনার বর্ণনায় জানান, আহসান একটি মোটরসাইকেলে আরেকজনের পেছনে বসে ছিলেন।
“ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে গেলে তিনি এক দিকে, চালক অন্য দিকে ছিটকে পড়ে। ময়লার ট্রাকের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। তার মাথায় হেলমেট থাকা সত্ত্বেও চ্যাপ্টা হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।”
ময়নাতদন্তের জন্য আহসানের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং উত্তর সিটি করপোরেশনের ময়লার ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান এসআই রাব্বানী।
গুলিস্তানে অবরোধ: শিক্ষকরা এসে ‘নিয়ে গেলেন’ নটর ডেমের ক্ষুব্ধ শিক্ষার্থীদের