জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-22 18:48:40 BdST
শনিবার ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ সপ্তাহ শুরুর ঠিক আগের দিন এ প্রজ্ঞাপন জারি করা হল।
পুলিশের বিশেষ শাখার আগে মনিরুল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আর বনজ পিবিআইয়ে নেতৃত্বের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
পদোন্নতি পাওয়া বাকি পাঁচজন হলেন- পুলিশ সদর দপ্তরের আবু হাসান মোহাম্মদ তারিক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি হাসান উল হায়দার, বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. হারুন অর রশিদ।