নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-20 21:36:05 BdST
সম্প্রতি এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, বঙ্গবন্ধুর জীবনী, তার রাজনৈতিক জীবনের ইতিহাস এবং বাঙালির মুক্তিসংগ্রমে অবিস্মরণীয় অবদান সম্বলিত বই দিয়ে সাজানো হয়েছে এই কর্নার।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা লাইব্রেরি চলাকালে বঙ্গবন্ধু কর্নারের বইগুলো পড়ার সুযোগ পাবেন।