নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-20 10:25:47 BdST
প্যান অ্যামেরিকান হেলথ অরগানাইজেশন (পিএএইচও) জানিয়েছেন, এক সপ্তাহে নতুন ৭২ লাখ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে দুই আমেরিকা মিলিয়ে, মারা গেছে ১৫ হাজারের বেশি মানুষ।
পিএএইচওর পরিচালক ক্যারিসা এটাইন বুধবার এক ব্রিফিংয়ে বলেন, “আগের যে কোনো সময়ের চেয়ে সক্রিয় অবস্থায় রয়েছে ভাইরাসটি।”
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডায় হাসপাতালে বাড়ছে কোভিড রোগীর চাপ।
আরটিপিসিআরে নমুনা পরীক্ষার সক্ষমতা সব জায়গায় সমান না থাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ওপর জোর দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পিএএইচও।
বিশেষ করে যাদের কোভিড-১৯ উপসর্গ দেখা দিচ্ছে এবং যারা ভাইরাস ছড়ানোর ঝুঁকিতে আছেন, তাদের জন্য অ্যান্টিজেন টেস্টের পরামর্শ দিচ্ছে সংস্থাটি।
সংস্থার ইনসিডেন্ট ম্যানেজার সিলভাইন আলদিগিয়েরি বলেন, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৬০ শতাংশের বেশি মানুষ পুরোপুরি টিকা পেলেও ওই অঞ্চলগুলোতে অতি দ্রুত ওমিক্রন ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি এবং কোভিডের ভয়াবহতা কমাতে আগামী কয়েক সপ্তাহে কী পদক্ষেপ নেওয়া হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেওয়ার মত বিষয়গুলোও এর মধ্যে থাকবে।
ব্রাজিলে মঙ্গলবার ১ লাখ ৩৭ হাজার ১০৩ জনের কোভিড শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসাবে এটাই মহামারী শুরুর পর এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল গত বছর জুনে, তখন শনাক্ত হয়েছিলো ১ লাখ ১৫ হাজার ২২৮ জন।
বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটি।