bdnews24

ছবিতে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের প্রথম দিন

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-09-05 20:41:12 BdST

প্রথম সেশনে বাংলাদেশের স্পিনারদের দাপটের পর আফগানিস্তানকে এগিয়ে নিলেন রহমত শাহ ও আসগর আফগান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থায় সফরকারীরা। ছবি: সুমন বাবু

bdnews24

দুই আফগান ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরানকে অল্পেই থামান তাইজুল ইসলাম।

bdnews24

ইহসানউল্লাহকে ফিরিয়ে দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট পাওয়ার রেকর্ড গড়েন বাঁহাতি এই স্পিনার।

bdnews24

লাঞ্চের আগের শেষ ওভারে হাশমতউল্লাহ শহিদিকে ফেরান মাহমুদউল্লাহ।

bdnews24

আসগর আফগানের সঙ্গে ১২০ রানের জুটিতে ভিত গড়ে দেন রহমত।

bdnews24

প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে টেস্ট সেঞ্চুরি করেন রহমত শাহ।

bdnews24

একই ওভারে রহমত ও মোহাম্মদ নবিকে বিদায় করেন নাঈম হাসান।

bdnews24

ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়ে দলকে টানছেন আসগর ও আফসার জাজাই।