স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2019-10-04 16:17:31 BdST
২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন মোলস। পরবর্তীতে কাজ করেছেন বয়সভিত্তিক দলগুলোর সাথে।
২০১৯ বিশ্বকাপ শেষে ফিল সিমন্স আফগানিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ালে মোলসকে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব। তার অধীনেই গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে জয় পায় আফগানরা। পরবর্তীতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে উঠেছিল ফাইনালে।
ইংল্যান্ড বিশ্বকাপে দলের ব্যর্থতার পরই মূলত আফগান ক্রিকেটে বেশ কিছু রদবদল এসেছে। ২০২০ এর শেষ পর্যন্ত নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।
তিন ফরম্যাটেই অধিনায়কত্ব পেয়েছেন দলের তারকা লেগস্পিনার রশিদ খান। পরিবর্তনের এই ধারাবাহিকতায় নতুন দুই দায়িত্ব পেলেন দীর্ঘদিন ধরে আফগানিস্তান ক্রিকেটের সাথে কাজ করা ৫৮ বছর বয়সী মোলস।