ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2020-03-08 22:05:34 BdST
দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম্যান্স করে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মাধেভেরে। বিশ্বকাপে দুটি ফিফটির পাশাপাশি তিনি হাত ঘুরিয়ে নিয়েছিলেন আট উইকেট। প্রতিভার সাক্ষর রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেও।
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে জিম্বাবুয়ে। দল অন্ধকারে ডুবে থাকলেও আলো ছড়িয়েছেন মাধেভেরে। তিন ম্যাচে একটি ফিফটিতে রান করেছেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২৯। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।
পরিসংখ্যানের চেয়েও নজরকাড়া ছিল তার শরীরী ভাষা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে উজাড় করে দিয়েছেন নিজেকে। মাঠে ফুটিয়ে তুলেছেন ভয়ডরহীন চরিত্র।
তরুণ অলরাউন্ডার আছেন টি-টোয়েন্টি সিরিজের দলেও। সিরিজ শুরুর আগের দিন রোববার উইলিয়ামস শোনালেন এই নবীনকে নিয়ে তার ভাবনা। দিলেন পরামর্শও।
“সে দুর্দান্ত ক্রিকেটার। এখনই ওকে প্রশংসায় ভাসিয়ে দিতে চাই না। খোলা মনে খেলতে দেখতে চাই। অবশ্যই জিম্বাবুয়ের ক্রিকেটে ওর ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল। পাঁচ নম্বরে নেমে দল যা চেয়েছে, সে তাই করেছে।”
“আমি চাই না খুব বেশি ভাবনা তার মাথায় চাপিয়ে দিতে। চাই মাটিতে পা রাখুক, বিনয়ী থাকুক, এভাবেই ক্রিকেট খেলে যাক। শুধু জিম্বাবুয়ের হয়েই নয়, বিশ্বজুড়ে অন্য অনেক দলের হয়েও ভালো করার সামর্থ্য আছে তার।”