স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2020-11-27 19:05:30 BdST
দা রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার যৌথ বিবৃতিতে জানায়, ২০২১ সালের মে মাসে হওয়ার কথা থাকা সিরিজটি হবে ২০২২ সালের মে-তে।
দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ছিল আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অংশ। তবে এখন সেই বিবেচনায় এই সিরিজকে রাখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রথম আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ হতে যাচ্ছে এটি। এর আগে কেবল আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে দেখা হয়েছিল দুই দলের, মোট পাঁচ ম্যাচে।
১৯৯৬, ২০০৩ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি এর আগে হয়েছে তারা। ২০ ওভারের ক্রিকেটে দুইবারই ইংল্যান্ডকে হারিয়েছিল নেদারল্যান্ডস। ২০০৯ সালে লর্ডসে চার উইকেটে ও ২০১৪ সালে চট্টগ্রামে ৪৫ রানে জিতেছিল ডাচরা।