স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2020-12-04 16:38:05 BdST
গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে ১৩৬ করেছিলেন কোহলি। সেটিই তার সবশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি। ওই ইনিংসের পর থেকে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে খেললেন ২৬ ইনিংস।
তার আগের দীর্ঘতম সেঞ্চুরি খরা ছিল ২০১৪ সালে। সেবারও বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরির পর শুরু হয়েছিল তার অপেক্ষা। টানা ২৫ ইনিংসে তখন পাননি সেঞ্চুরি।
কোহলির তৃতীয় দীর্ঘতম সেঞ্চুরি খরাও শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরির পর। ২০১১ বিশ্বকাপে অপরাজিত ১০০ রানের ওই ইনিংসের পর সেবার টানা ২৪ ইনিংস তিন অঙ্কের স্বাদ পাননি তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন কোহলি। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে ক্রিকেট ইতিহাসে কেবল দুই জনের। ৭১ সেঞ্চুরি নিয়ে কোহলির ঠিক ওপরে রিকি পন্টিং। ১০০ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে শচিন টেন্ডুলকার।