চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2020-11-24 18:47:32 BdST
মঙ্গলবার সকাল ১০টার দিকে বন্দরের ৫ নম্বর জেটির ১৩ নম্বর শেডের কাছে নদী তীর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌপুলিশের ওসি এবিএম মিজানুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে ভেসে আসা লাশের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। আনুমানিক ৪০-৪২ বছর বয়েসী পুরুষের লাশটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।