চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-23 20:44:33 BdST
পাশাপাশি অবৈধ উপায়ে অর্জিত ৬৬ লাখ ৮৬ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও এসেছে।
রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।
দণ্ডিত খুরশীদ জাহান চট্টগ্রামের সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ অফিস সহকারী মৃত নুরুল আলমের স্ত্রী। মামলার বিচার চলাকালে নুরুল আলমের মৃত্যু হওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি খুরশীদ জাহানকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
“পাশাপাশি অবৈধ উপায়ে লাভ করা ৬৬ লাখ ৮৬ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।”
২০০৯ সালের ১০ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। ২০১১ সালের ২৩ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা খুরশীদ জাহানের নামে স্থানান্তরের অভিযোগ আনা হয়।
এ মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেওয়া হলো।