নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-25 17:56:44 BdST
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়ে তিনি বলেন, “আমাদের পুরো বছরের টার্গেট হল ৯৬ হাজার কোটি টাকা, সেখানে ডিসেম্বর পর্যন্ত ৪১ হাজার ১৯৪ কোটি টাকা আমাদের কাস্টমস খাত থেকে রাজস্ব আদায় হয়েছে।
”যেটি গত বছরের (প্রথম ছয় মাস) তুলনায় ২২ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধিতে আছে। আমরা আশা করছি, বছর শেষে কাস্টমসের ৯৬ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা পূরণ করতে পারব।“
এনবিআরের হিসাব অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে কাস্টমস রাজস্ব আদায় করেছিল ৩৩ হাজার ৬৪৩ কোটি টাকা; যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭৭ শতাংশ বেশি ছিল।
২০২০-২১ অর্থবছরে কাস্টমসের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় ২৩-২৪ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা গত দুই বছর দেখেছি, আমাদের কাস্টমস সেক্টরের গ্রোথ ভালো।
কর রাজস্ব: ৫ মাসে আদায় ১০০২৬৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৫ শতাংশ
”আয়কর ও ভ্যাটের চেয়ে কাস্টমসের রেভিনিউ কন্ট্রিবিউশনের শেয়ার কম হলেও গ্রোথের দিক থেকে গত দুই বছরে আমাদের কাস্টমস ভালো অবস্থায় আছে।”
২০২০-২১ অর্থবছরে আমদানি-রপ্তানি খাত থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও পুরো বছরে ৭৭ হাজার ১৫০ কোটি টাকা আদায় করতে পেরেছিল কাস্টমস।
চলতি ২০২১-২২ অর্থবছরে সরকার মোট ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে আমদানি-রপ্তানি খাত থেকে আদায়ের চিন্তা ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।