ENG
২৫ নভেম্বর ২০১৭, ১১ অগ্রহায়ণ ১৪২৪

ঋষি কাপুরের বাবা হলেন অমিতাভ!

  • গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-05-19 21:11:44 BdST

bdnews24

নতুন ছবি ‘১০২ নট আউট’-এ নিজের সমসাময়িক অভিনেতা ঋষি কাপুর-এর বাবার চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন!

‘অমর আকবর অ্যান্টনি’, ‘কাভি কাভি’, ‘নসিব’- সত্তর ও আশির দশকের সাড়াজাগানো এ ছবিগুলোর কথা এখনো মনে আছে হিন্দি সিনেমা ভক্তদের। দীর্ঘ ২৬ বছর পর আবারও একই ছবিতে দেখা যাবে এ দুই কিংবদন্তী তারকাকে।

জনপ্রিয় গুজরাটি নাটক ‘১০২ নট আউট’ অবলম্বনে তৈরি হবে হিন্দি ছবি। এ ছবিতে ১০২ বছর বয়েসি এক পাগলাটে বৃদ্ধের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে আর তার ৭৫ বছর বয়েসি রাশভারী ছেলের চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে। সম্প্রতি টুইটারে ‘১০২ নট আউট’ সিনেমার কিছু ছবি প্রকাশ করেন বলিউড ছবির বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ। প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ছবিটি!

বৃহস্পতিবার টুই্টারে এ ছবিটি প্রকাশ করেন ঋষি কাপুরও। সঙ্গে লিখেছেন, “অমিতাভ বচ্চন-এর সঙ্গে দীর্ঘদিন পর অভিনয় করছি। এ অনুভূতি অসাধারণ! মনেই হচ্ছে না যে ২৬ বছর পর আমরা আবারও একসঙ্গে কাজ করছি। অমিতজীকে ধন্যবাদ ২৬ বছরের ব্যবধান বুঝতে না দেওয়ার জন্য!”

উমেশ শুকলা পরিচালিত ‘১০২ নট আউট’ ছবির চিত্রনাট্য তৈরি করছেন স্যেম্য জোশি। এতে সংগীতায়োজন করবেন পরিচালক এ আর রাহমান।