গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2019-01-31 20:37:50 BdST
বালাদেশি মা ও নারীদের জন্য অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেত্রী তাজ্জি এ উদ্যোগের নাম দিয়েছেন ‘স্টারমমস’।
প্ল্যাটফর্মটি নিয়ে তিনি গ্লিটজকে বলেন, “মা হওয়ার পর নানা ধরনের ঝুঁকির মধ্যে জীবন যাপন করেন বাংলাদেশের নারীরা। যার কোনো সমাধান সমাজে থেকে পাওয়া যায় না। সে সময় মায়েরা তাদের অনুভূতিগুলো এ প্ল্যাটফর্মে শেয়ার করলে আমরা তাদের মানসিক শক্তি যোগাতে সহায়তা করব।”
এ অভিনয়শিল্পীর পরিবারের এক সদস্য আত্মহত্যা করেছেন; সেখান থেকেই এই উদ্যোগ গ্রহণের তাগিদ অনুভব করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি মা হওয়ার পর বুঝেছি, সেই সময়ে একটা মেয়েকে মানসিকভাবে কতটা ইতিবাচক থাকতে হয়। ‘স্টারমমস’র মাধ্যমে বাংলাদেশের নারীরা হয়তো ইতিবাচক হবে; কিছুটা হলেও আত্মহত্যা কমিয়ে আনতে পারব।”
মানসিক শক্তি যোগানোর পাশাপাশি এই প্ল্যাটফর্মে নারীদের ফ্যাশন, মেকাপ, মানসিক স্বাস্থ্য নিয়েও আলোচনা করবেন তিনি।
বছর সাতেক আগে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন তাজ্জি। কন্যা আর স্বামীকে নিয়ে সিডনীতে সংসার পেতেছেন। দেশ ছাড়লেও অভিনয়টাকে ছাড়তে পারেননি। সুযোগ পেলেই নাটক আর উপস্থাপনা করছেন।
পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পোস্ট গ্রাজুয়েট করছেন সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজিতে।