গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2020-11-26 16:42:17 BdST
এইচ এম ভয়েসের প্রযোজনায় শেখ নজরুলের কথায় উজ্জ্বল সিনহার সংগীতায়োজনে এ গানে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠও দিয়েছেন মোমিন।
সম্প্রতি মাই টিভির স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান মোমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পেরে আমি ধন্য। আশা করছি, গানটি ভালো লাগবে শ্রোতাদের।”
এইচ এম ভয়েসের ইউটিউব চ্যানেলে শিগগিরই গানের ভিডিও প্রকাশ করা হবে বলে জানান মোমিন।