নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-15 15:23:39 BdST
ইনস্টাগ্রামে এখন নারীদের মধ্যে আমেরিকান এই রিয়েরিটি শো তারকার ফলোয়ারই সবচেয়ে বেশি।
ভিডিও ও ছবি শেয়ারের এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ২৪ বছর বয়সী কাইলির অনুসারীর সংখ্যা এখন ৩০ কোটির বেশি।
আর এই অর্জনের মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডিকে।
ইনস্টাগ্রামে কাইলি জেনারের সামনে এখন শুধু রয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুসারীর সংখ্যা ৩৮ কোটি।
কাইলি এমন সময় ইনস্টাগ্রামে ৩০ কোটির ক্লাবে ঢুকলেন, যখন এই প্ল্যাটফর্মে তার সক্রিয়তা তুলনামূলক কম।
নিজের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই তারকা গত কয়েকমাস ধরেই ইনস্টাগ্রামে কম সক্রিয়। গত ক্রিসমাসে মায়ের একটি ছবি দেওয়ার পর দুটি পোস্ট দিয়েছেন তিনি, আর দুটিই তার গর্ভধারণ নিয়ে।