লিমনের জন্য মানববন্ধন

ইমন রহমান
Published : 13 May 2011, 08:59 PM
Updated : 13 May 2011, 08:59 PM

র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া লিমনের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, তার সুচিকিৎসা এবং পড়াশোনার খরচ চালানোর জন্য সরকারি সহযোগিতার দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 'লিমনের জন্য, জীবনের জন্য' নামে ফেসবুকনির্ভর একটি নাগরিক মঞ্চের উদ্যোগে গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচি চলাকালে লিখিত বক্তব্য পাঠ করেন তথ্যচিত্র নির্মাতা নিশাত জাহান রানা। বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। তিনি বলেন, 'ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের এলিট ফোর্স র‌্যাব ষোল বছরের শিশু লিমনকে পঙ্গু করেছে। পঙ্গু করেই ক্ষান্ত হয়নি, তাকে টেনেহিঁচড়ে জেলে পুরেছে। এর প্রতিবাদ হওয়া দরকার।' অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য দেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, কবি ও অনুবাদক বেলাল চৌধুরী, কবি সায্যাদ কাদির, গোলাম মোর্তজা, কবি ঝর্ণা রহমান প্রমুখ। তারা বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।