শিমুল সালাহ্উদ্দিনের ‘সত্যিমিথ্যাচুমু’

শিমুল সালাহ্উদ্দিনশিমুল সালাহ্উদ্দিন
Published : 29 March 2018, 01:59 PM
Updated : 29 March 2018, 01:59 PM

অ.

A kiss makes the heart young again
And wipes out the years.

—Rupert Brooke


'চিত্র: পাবলো পিকাসোর আঁকা Kissing figures-at-seaside

প্রাণের ভেতরে মিথ্যামিথ্যি জমিয়ে রেখেছো বেহুদা সত্যচুমু

জেনো একাকিনী, আমাকে না পেয়ে তোমার প্রভূত ক্ষয়ই হচ্ছে—
প্রতিমুহূর্তে তোমা-কর্পুর-আতরকৌটো প্রাণের রেকাবি থেকে
উড়ে যায় সবুজ ঘ্রাণ

বিন্দু বিন্দু সেই সবুজ কণারা ক্রমাগত মিশে যাচ্ছে বাতাসে—
যেখান থেকেই অঙ্গার-অম্লজান একা বুকের ভেতরে নিয়ে
বেঁচে থাকো গুণগুণ গান গাও স্নান ঘরে,
রান্না করো জীবনের নির্মম সালুন,
শ্যামল সন্তান নিয়ে যাও ভোরের রাস্তা ধরে,
ভালো না বেসেও ঠিক তোমার স্বামীকে
ঘুম পাড়িয়ে দাও ঠোঁটে…

সাবধান হও সোনা, মিথ্যাচুমুতে ঘা হয়ে যায় মুখে

আ.

Women still remember the first kiss after;
men have forgotten the last
–Remy de Gourmont


'চিত্র: পাবলো পিকাসোর আঁকা The kiss

মিথ্যামিথ্যি জমিয়ে তুমি রেখোনা সত্যচুমু
সত্যিসত্যি ঘা হয়ে যাবে মুখে
ক্যান্সার মানে কর্কট জেনো আঁকাবাঁকা পথে চলে
মুখ থেকে বুকে ছড়াতে কতক্ষণ
তোমার স্বামীতো জানে না আমার কথা
কিভাবে সে দেবে প্রাণের চিকিৎসা!

কেবলি তোমার রুদ্ধ কথার যাতনার ভার
ও গো-বেচারার ঝরবে অশ্রু হয়ে?
অফিস ফেরতা কেবলা কেবল তাকিয়ে থাকবে
আমারই মতন আকাশের দিকে…

চুমু খেতে খেতে তুমি স্বামীকেই ভুল করে
উমম শিমুল বলে ডেকেই না ফেলো অবচেতনে !

ই.

You have to kiss an awful lot of frogs before you find a prince. -Graffito


'চিত্র: আঁরি দে তুলুস লুত্রেকের আঁকা In Bed The Kiss

ভালোবাসা ছাড়া কেউ জানেনা সঠিক চুমুর নিয়ম।

বিছানার সঙ্গে বাঁধা তোমাকে চুমু খাবে একজন সুন্দর, একটি শুকনো ডাঙায় থির থাকা কোষা। জলভরা কলসির মতো ঘাঁড় ধরে তোমার মুখ দিয়ে ঢালা হবে জিভখসা ভালোবাসা, ইটভাটার আগুন। জল না দিতে চেয়ে প্রানের ভেতর থেকে কলস নিজেই ফেটে পড়বে রাগে, ঝনঝন ভেঙে পড়বে চুড়ি তিনগোছা, তুমি শুনবেনা ও কাঁচ ভাঙার শব্দ, মধু ঢালবে, ঢেলে চলেছো ফোঁটায় ফোঁটায়, গলায় মুখে গলবিলে, আর সে জানবে জানছে জেনে গেলো– বিষ। আর জানবে জানছে (জেনে গেলো কিন্তু)– এই নয় শেষ। এরপর পাখিদেরও নিদারুণ গজাবে গজালো বিষদাঁত আর একুশ দিননাগাদ বিষবৃষ্টি হতে থাকলো থাকবে চরাচরে…

বিছানাবাঁধা পাথরে পারবে চুমু খেতে?

ঈ.


'চিত্র: মার্ক শাগালের আঁকা Birthday

ভোরবেলা চলো যেদিকে ইচ্ছে যাবো…
আজই, আজ
আমাকে তোমার ইচ্ছের কথা বলো

উ.

A kiss is a lovely trick designed by nature
to stop speech when words become superfluous.

—Ingrid Bergman


'চিত্র: গুস্তাভ ক্লিম্ট-এর আঁকা The kiss

দু'জন দু'দিকে থেকেও মানুষ বন্ধু হয়

আলগোছে অজান্তে বেজে ওঠে নীল–
ঝরোকা কবেকার
উঠোনে বুজে যাওয়া কুয়ার ভেতরে
ছায়ার বদলে বুকের ভেতরে নিয়ে ভুল
পারস্পর্যময় সম্মীলন

অথচ দারুণ দীর্ঘ সন্ন্যাসে বিন্যস্ত অবনমন
বিলবোর্ডে ঢেকে যাওয়া শহুরে মেঘের পারে একা
খুঁজে খুঁজে তাঁর মুখটি কেবল দূরে

যায় কি যায় কি দেখা…