হরতাল আমার খাওয়া বন্ধ করল

জাকের জাহান শুভ্র
Published : 7 July 2011, 05:08 AM
Updated : 7 July 2011, 05:08 AM

বাসায় আসছিলাম রিকশা করে। আমার আবার একটু বাজে অভ্যাস সব রিকশাওয়ালাদের সাথেই গল্প জুড়ে দেই। প্রথমে আমি জানতে চাইলাম মামা কোন দল সাপোর্ট কর? আমাকে জানাল রাজনীতি বুঝি না আর বুঝতে চাই ও না। পেটে খাবার দরকার এটাই আমার চাওয়া। আমি লক্ষ করলাম তার মাঝে হরতাল বিরোধী এক চেতনা। যতই তার সাথে কথার গভীরতা বাড়ছে ততই দেশের অর্থনীতি সম্পর্কে তার বিশাল জ্ঞানের উপস্থিতি আমি দেখলাম। হরতাল কিভাবে দেশের ক্ষতি করে তা সে খুব ভালো করেই বুঝে। মনে মনে ভাবলাম বিরোধী দলের নেতা তাকে বানিয়ে দিলে বেচারা জয়নাল আবেদিন ফারুককে আজ আর পুলিশ এর মাইর খেতে হত না।