ENG
২৫ নভেম্বর ২০১৭, ১১ অগ্রহায়ণ ১৪২৪

গরমে আরাম

  • লাইফস্টাইল ডেস্ক,, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-05-18 18:38:00 BdST

গ্রীষ্মে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে বেছে নিন সঠিক পোশাক।

এই গরমে সুন্দর পোশাক পরতে বা নিজেকে সুন্দরভাবে সাজাতে অনেক সময় আলসেমি কাজ করে। ঘাম, গরম ইত্যাদি কারণে এই আবহাওয়ায় পরিপাটি থাকাই মুসকিল।

পোশাকবিষয়ক একটি ওয়েবসাইটে গরমেও নিজেকে গুছিয়ে রাখার কিছু উপায় তুলে ধরা হয়।

* এই গরমে হালকা সাজ এবং আরামদায়ক পোশাক বেছে নিয়েই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। বেছে নিন গরম উপযোগী মেইকআপ।

* গরমে উপযুক্ত পোশাক হিসেবে বেছে নিন স্কার্ট, ঢোলা শার্ট, ম্যাক্সি ড্রেস, পালাজ্জো, কুর্তি ইত্যাদি আরামদায়ক পোশাক। হালকা রংয়ের ফুলেল প্রিন্টের পোশাক বেছে নিন এই গরমের দিনে।

* কেডস, জুতা বা পা ঢাকা জুতা বাদ দিয়ে বেছে নিন স্যান্ডেল। ফলে গরমে পা বাড়তি ঘেমে অস্বস্তি লাগার সমস্যা থাকবে না।

* সঙ্গে অবশ্যই একটি সানগ্লাস রাখতে হবে। কারণ অতিরিক্ত রোদের তাপ এবং উজ্জ্বল আলো চোখের জন্য ক্ষতিকর। তাই সবসময় সানগ্লাস ব্যবহার করা ভালো।

* ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। এছাড়া বাড়তি সুরক্ষার জন্য সঙ্গে ছাতা এবং টুপি রাখা জরুরি।

* এছাড়া হাতের কাছে পানি বা অন্যান্য অনুষঙ্গ সঙ্গে রাখতে ভুলবেন না।

ছবি: সৌজন্যে লা রিভ।