আব্দুল ওয়াহিদ: গাছের বেদনা উপশম যার ব্রত
গাছকে ভালোবেসে অনেকে অনেক কিছু করলেও আব্দুল ওয়াহিদ সরদারের ভালোবাসা অন্য রকম। কেউ ভালোবেসে গাছ লাগান, কারও সুখ গাছের পরিচর্যায়। আর আব্দুল ওয়াহিদ গাছের বেদনা উপলব্ধি করে সেগুলোকে করছেন পেরেকমুক্ত। গাছের কষ্টমুক্তিতে সেই যশোর থেকে এসে সাইকেল চালিয়ে রাজধানীতে ঘুরে ঘুরে গাছের পেরেক তুলছেন তিনি। ছবি: মাহমুদ জামান অভি
Copyright © Bangladesh News 24 Hours Limited All Rights Reserved