ঢাকার বিমানবন্দর সড়কে নতুন আন্ডারপাস ‘সুর সপ্তক’ উদ্বোধন হল মাত্র। আধুনিক এই আন্ডারপাসে লিফট-চলন্ত সিঁড়ি সবই রয়েছে। কিন্তু তা রেখে সড়কে দিয়ে পারাপার চলছেই। পথচারীদের কেউ কেউ জেব্রা ক্রসিং ব্যবহার করলেও কেউ ঝুঁকি নিয়েই পার হচ্ছেন। ছবি: আসিফ মাহমুদ অভি