সময় এখন ডিজিটালের। ঢাকার কেরানীগঞ্জের এ কারখানায় গেলে সেটি মনে হওয়ার সুযোগ কই। এরকম বেশ কিছু কারখানায় সেই আদি আমলের যন্ত্রে তৈরি হয় লেইস ফিতা। কর্মীদের দাবি ৯০ বছরেরও বেশি পুরনো মডেলের জাপানি এসব যন্ত্রে তারা প্রতিদিনই নির্বিঘ্নে বুনে চলেছেন একের পর এক রঙিন ফিতা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু