রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেইটে পুরনো একটি ফুটওভার ব্রিজ ভেঙে নতুন করে তৈরির কাজ চলছে। তবে কিছুটা দূরেই রয়েছে রাস্তা পারাপারের আরেকটি ব্রিজ। সেদিকে যেতে যেন কোনো আগ্রহই নেই প্রতিদিন এ এলাকায় চলাচলকারী শত শত মানুষের। তারা নির্বিকারে ব্যস্ত সড়কে কেউ দৌড়ে, কেউবা চলন্ত গাড়ি থামিয়ে কিংবা ডিভাইডার ডিঙিয়ে রাস্তার এদিক থেকে যাচ্ছেন ওদিকে; ঝুঁকির এই পুরনো চিত্র যেন শেষ হবার নয়। ছবি: আসিফ মাহমুদ অভি