ENG
২১ নভেম্বর ২০১৭, ৭ অগ্রহায়ণ ১৪২৪

ঢাকায় ইসলামী ছাত্রী সংস্থার ২১ সদস্য গ্রেপ্তার

  • অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-10-18 19:11:36 BdST

রাজধানীর কদমতলীর ধনিয়া এলাকার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যার পর ধনিয়ার নূরপুরে পাঁচতলা ভবনের দোতলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কদমতলী থানার ওসি এম এ জলিল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রয়াত জামাত নেতা মোয়াজ্জেম হোসেনের বাড়ি এটি। এই বাসায় বসে তারা সরকারবিরোধী কর্মকাণ্ড চালানোর বিষয়ে বৈঠক করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

ছাত্রী সংস্থার নেতাকর্মীদের সঙ্গে দুইজন বয়স্ক মহিলাকে থানায় আনা হয়েছে জানিয়ে ওসি বলেন, তারা এই বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন। তাদের বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।