জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-05-21 23:04:02 BdST
শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ফজলুল হক মিলনকে ঢাকার বিভাগীয় সম্পাদক করা হয়। তিনি একই সঙ্গে গাজীপুর জেলা বিএনপি সভাপতির দায়িত্বও পালন করেন। সম্প্রতি জেলার কাউন্সিলে তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়।
দলের গঠনতন্ত্র অনুযায়ী ‘এক ব্যক্তি এক পদ’- এ নিয়মের কারণে মিলনের পরিবর্তে সাংগঠনিক পদে সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালামকে নতুন দায়িত্ব দেওয়া হয়।