ENG
২৫ নভেম্বর ২০১৭, ১১ অগ্রহায়ণ ১৪২৪

আরও ভালো করার প্রত্যয় এমবাপের

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-05-19 17:12:30 BdST

bdnews24

লিগ ওয়ানে পিএসজির আধিপত্যের ইতি টেনে মোনাকোর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কিলিয়ান এমবাপে আগামী মৌসুমে আরও ভালো করতে প্রত্যয়ী।

টানা চার মৌসুম ফরাসি লিগের শিরোপা দখলে রেখেছিল পিএসজি। প্যারিসের ক্লাবটির সাফল্য ধারায় ছেদ টেনে ২০০০ সালের পর লিগে প্রথম শিরোপা জিতেছে তারুণ্য নির্ভর মোনাকো।

এমবাপে ও রাদামেল ফালকাওয়ের নৈপুণ্যে গত বুধবার সাঁত-এতিয়েনকে ২-০ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে মোনাকো।

মোনাকোর সাফল্যে বড় অবদান রাখা এমবাপে চলতি লিগে এখন পর্যন্ত গোল করেছেন ১৫টি। আগামী মৌসুমে আরও ভালো করতে চান ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার। ইউরোপের অন্যতম সেরা দুই দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো নিয়মিত সাফল্য পাওয়ার লক্ষ্য তার।

ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে এমবাপে বলেন, "গত মৌসুমে গাম্বারদেল্লায় (ফ্রান্সে অনূর্ধ্ব-১৯ ক্লাব ফুটবল প্রতিযোগিতা) জয়ের পর আমার মা আমাকে বলেছিলেন: 'খুব ভালো করেছো, কিন্তু এটা তো বাচ্চাদের সঙ্গে।' উত্তরে আমি বলেছিলাম: আমাকে একটা বছর সময় দাও। আমি বড়দের সঙ্গেও এটা করবো।"

"আগামী বছর আমি আরও ভালো একটি মৌসুমের প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের অবশ্যই লক্ষ্যমাত্রা উঁচুতে রাখতে হবে। অন্যথায় আমরা উন্নতি করব না।"


ট্যাগ:  মোনাকো   ফরাসি ফুটবল  এমবাপে