ENG
২১ নভেম্বর ২০১৭, ৭ অগ্রহায়ণ ১৪২৪

‘ভাগ্য ভালো মেসি আমার দলে’

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-09-13 12:59:26 BdST

bdnews24

অতীতে লিওনেল মেসির কাছে অনেক ভুগেছেন এরনেস্তো ভালভেরদে। অবশেষে তারকা এই খেলোয়াড়কে পেয়েছেন নিজের দলে। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের খেলা উপভোগ করতে পেরে কৃতজ্ঞ বার্সেলোনা কোচ।

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লিওনেল মেসির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইউভেন্তুসকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। ইভান রাকিতিচের করা অপর গোলটিতেও ছিল মেসির অবদান।

ইতালির এই দলের কাছে হেরেই গত আসরের শেষ আট থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইউভেন্তুসের বিপক্ষে দ্যুতি ছড়ানো মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন এ মৌসুমেই বার্সেলোনার দায়িত্বে আসা ভালভেরদে। স্পেনেরই দল এস্পানিওল, ভিয়ারিয়াল, ভালেন্সিয়া ও আথলেতিক বিলবাওয়ের কোচ থাকার সময় মেসির বার্সেলোনার মুখোমুখি হতে হয়েছে তাকে।

“আমি মেসির বিপক্ষে অনেকবার ভুগেছি; এখন তাকে আমার দলে পেয়ে আমি যথেষ্ট ভাগ্যবান।”

“তার কাছে বল থাকলে আপনার সবসময় মনে হবে, যে কোনো কিছুই ঘটতে পারে, আমাদের জন্য ভালো কিছু।”

ইউভেন্তুসের বিপক্ষে দুই গোলে চলতি মৌসুমে মেসির গোল এখন ৮। এর মধ্যে গত তিন ম্যাচে করেছেন ৭ গোল, যে ম্যাচগুলোতে তাকে সেন্ট্রাল পজিশনে বেশি দেখা গেছে।

অনেক ক্লাবে দায়িত্ব পালন করে আসা ভালভেরদের মতে মেসির ক্ষেত্রে পজিশন কোনো ব্যাপার না।

“আপনি মেসিকে যে কোনো পজিশনে খেলাতে পারেন এবং সে গোল করতে পারে। যেখানেই সে থাকুক না কেন তার খেলার মান সবসময় একই রকম। উইংয়ে বা মাঝে খেলা - তার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না।”


ট্যাগ:  স্প্যানিশ ফুটবল  চ্যাম্পিয়ন্স লিগ  বার্সেলোনা  মেসি  ভালভেরদে