স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-21 02:15:02 BdST
আগামী জুনে বার্সেলোনার সঙ্গে শেষ হবে দেম্বেলের চুক্তির মেয়াদ। এরপর তিনি হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট’। অনেক দিন ধরেই তার সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করে যাচ্ছে কাম্প নউয়ের দলটি। কিন্তু সমাধান মিলছে না।
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে গত মঙ্গলবার দেম্বেলের এজেন্ট মুসা সিসোকো বলেন, বার্সেলোনা নাকি হুমকি দিয়েছে চুক্তি নবায়ন না করলে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত দেম্বেলেকে আর খেলাবে না তারা। পরদিন সংবাদ সম্মেলনে কোচ শাভি এরনান্দেস জানিয়ে দেন, ২৪ বছর বয়সী এই ফুটবলারের সামনে দুটি বিকল্প- চুক্তি নয়ায়ন করতে হবে, নইলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে হবে।
বার্সেলোনার ক্রীড়া পরিচালক মাতেও আলেমানি বৃহস্পতিবার বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দেম্বেলে তাদের ‘পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ না’, তাই তাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এরপর ইনস্টাগ্রাম পোস্টে নিজের ক্ষোভ উগড়ে দেন দেম্বেলে।
“চার বছর ধরে আমার সম্পর্কে গুজব তৈরি করা হয়েছে, আমার ক্ষতি করার উদ্দেশ্যে আমার সম্পর্কে লজ্জাজনক মিথ্যাচার করা হয়েছে। আমি কখনও জবাব দেইনি, কিন্তু আজ এর শেষ।”
“কোনো ধরনের ব্ল্যাকমেইলে হার না মেনে আমি উত্তর দিচ্ছি, এমন কাউকে আমি পাত্তা দেই না, যে মনে করে আমি ক্রীড়া প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ নই। এখানে এখনও আমার চুক্তি আছে, আমি পুরোপুরি সম্পৃক্ত, কারো ব্ল্যাকমেইলে মাথা নত করার লোক আমি নই।”