স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-05-29 15:53:35 BdST
তিনি আরও বললেন, পিএসজি ফরোয়ার্ডের বিষয়টি এখন তাদের কাছে অতীত। এখন কেবল ইউরোপ সেরার মুকুট আরও একবার মাথায় পরার আনন্দে ডুবে থাকার সময়।
প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রিয়াল। এই প্রতিযোগিতার আগে থেকেই সফলতম দল তারা। রেকর্ডের সেই পাতা আরও সমৃদ্ধ করল চতুর্দশ শিরোপা জিতে।
লিভারপুলকে হারিয়ে যখন ইউরোপ সেরার মুকুট জয়ের আনন্দে ভাসছে রিয়াল, তখনও উঠল এমবাপেকে না পাওয়া নিয়ে প্রশ্ন। ম্যাচের পর পেরেস স্পষ্ট জানিয়ে দিলেন, সবাই ভুলে গেছে বিষয়টি।
“রিয়াল মাদ্রিদ সবসময়ই সেরা খেলোয়াড়দের দলে নেওয়ার জন্য কাজ করে যাবে, তবে আজ এমবাপেকে ভুলে গেছে সবাই।”
“কিছুই হয়নি, রিয়াল মাদ্রিদ নিখুঁত একটি মৌসুম পার করেছে। এমবাপের বিষয়টি অতীত হয়ে গেছে। এখন কেবল রিয়াল মাদ্রিদের উৎসব চলবে।”