ENG
২০ অক্টোবর ২০১৭, ৫ কার্তিক ১৪২৪

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-03-20 19:37:30 BdST

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ারের।

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।

রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, রোববার আইএফআইসি ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৮ টাকা, সোমবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৩০ টাকায়।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এ বি ব্যাংক। কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ১৭ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (৫ দশমিক ১৫ শতাংশ), এম আই সিমেন্ট (৪ দশমিক ৮৩ শতাংশ), তুং হাই নিটিং এন্ড ডাইং (৪ দশমিক ৭০ শতাংশ), প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ১১ শতাংশ), উত্তরা ব্যাংক (৪ দশমিক ০৭ শতাংশ), ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (৪ দশমিক ০৫ শতাংশ), ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৮২ শতাংশ) এবং আরামিট সিমেন্ট (৩ দশমিক ৩৩ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।