ENG
২৫ নভেম্বর ২০১৭, ১১ অগ্রহায়ণ ১৪২৪

পুঁজিবাজারে দরপতন

  • নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-05-18 16:48:08 BdST

bdnews24

সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।

বৃহস্পতিবার দুই পুঁজিবাজারেই লেনদেনের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দাম ।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্টের বেশি; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে প্রায় ১১১ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৩৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৮ কোটি ৮১ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩০ দশমিক ০০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৯ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯৮ দশমিক ৮৫ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির। কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।