ENG
২১ নভেম্বর ২০১৭, ৭ অগ্রহায়ণ ১৪২৪

অবলুপ্তির অনুমোদন পেল আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

  • নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-09-12 21:28:13 BdST

অবলুপ্তির অনুমোদন পেয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি ফান্ডটি অবলুপ্তির জন্য আবেদন করে ট্রাস্টি।

একইসঙ্গে ফান্ডটির সর্বশেষ নিট সম্পদ মূল্যও (এনএভি) অনুমোদন দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৬৪ পয়সা। এই অনুসারে ফান্ডের ইউনিটহোল্ডারদের মধ্যে বণ্টন করা হবে।

ফান্ড ম্যানেজার সূত্রে জানা গেছে, ফান্ডটির আকার ছিল ১০ কোটি টাকার।