ENG
২১ নভেম্বর ২০১৭, ৭ অগ্রহায়ণ ১৪২৪

ব্যাংক-টেলিকম খাতের প্রভাবে চাঙ্গা পুঁজিবাজার

  • নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-09-13 17:00:38 BdST

bdnews24

টেলিকম ও ব্যাংক খাতের শেয়ারের প্রভাবে সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে।

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্টের বেশি বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১৩৮ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ১৪২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২২০ কোটি ৮৯ লাখ টাকা বেশি।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার, লেনদেনের পরিমান ৬৮ কোটি ৮৯ লাখ টাকা।

বেশি লেনদেন হওয়া ১০টির মধ্যে অন্য কোম্পানিগুলো হল- আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক লি: ও আইএফআইসি ব্যাংক।

আগেরদিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১২০৩ কোটি ৪৭ লাখ টাকা। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে সূচক বাড়ায় প্রধান ভূমিকা রেখেছে গ্রামীণফোন; তার সঙ্গে রয়েছে স্কয়ার ফার্মা, রূপালী ব্যাংক, পূবালি ব্যাংক ও প্রাইম ব্যাংক।

বেশির ভাগ শেয়ারের দাম কমলেও এদের প্রভাবে সূচক বেড়েছে ।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮৪ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১২ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৭৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৫৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮২ দশমিক ২০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০ টির। কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।